বৃষ্টি নেমেছে আমার শহরে

কামরুন ঋজু | শুক্রবার , ৫ জুলাই, ২০২৪ at ৭:০৫ পূর্বাহ্ণ

শীতল হাওয়ার ছোঁয়া লেগেছে

অভিমানী মেঘের পালে,

দীর্ঘখরা শেষে অবশেষে

বৃষ্টি নেমেছে আমার শহরে।

কতো দিন পর বৃষ্টি এলো

তপ্ত ধরায় জেগেছে প্রাণ

টুপটাপ ঝরছে বকুল

ভেজা বাতাসে তার সুঘ্রাণ।

অঝোর বর্ষণে নুয়ে পড়ছে

পুষ্পিত কদমের ডাল

মঙ্গল বৃষ্টির শীতল ছোঁয়ায়

উবে গেছে দাহকাল!

যেখানে থাকো চলে এসো, সখা

তাপিত দেহমন জুড়াতে

কতদিন পর দুজনে আবার

ভিজবো সুখের বৃষ্টিতে।

পূর্ববর্তী নিবন্ধআত্মহত্যা নয় বরং আত্মত্যাগের মনমানসিকতায় বাঁচুন
পরবর্তী নিবন্ধদিনের শুরুটা যেভাবে হয় আমার