বৃষ্টি-ঢলে গাছ উপড়ে বিধ্বস্ত রাউজানের অভ্যন্তরীণ সড়ক

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩১ আগস্ট, ২০২৩ at ৯:৫৫ পূর্বাহ্ণ

টানা বর্ষণ ও বন্যায় রাউজানের উপজেলার অভ্যন্তরীণ প্রায় প্রতিটি সড়কে কম বেশি বড় গাছ উপড়ে পড়েছে। চলতি বর্ষায় উপজেলার প্রায় প্রতিটি সড়কের উপর দিয়ে পানি গড়িয়ে পড়েছিল। আবার কিছু সড়কের উপর দিয়ে পানি গড়িয়ে না পড়লেও সড়কের দুপাশে কয়েকদিন পানি জমে ছিল। এমন পরিস্থিতিতে সড়কের পাশে থাকা বড় গাছগুলো গোড়া নরম হয়ে শেকড়সহ উপড়ে পড়ছে। সরেজমিনে দেখা যায়, নোয়াপাড়ারাউজান সেকশন১ ও ২, মাওলানা দোস্ত মোহাম্মদ সড়কে বহু গাছ ধসে পড়েছে। কিছু জায়গায় সড়কও ধসে ব্যাপক ক্ষতি হয়েছে। ধসে পড়া গাছের মধ্যে বেশির ভাগ ছিল রেইনট্রি। সড়ক ও জনপথ বিভাগের অধীনে উপজেলায় যেসব সড়ক রয়েছে সেগুলোর ক্ষতিগ্রস্ত স্থান বালুর বস্তা দিয়ে চলাচল উপযোগী করার কাজ চলছে।

উপজেলার বিভিন্নস্থান ঘুরে দেখা যায়, নোয়াজিশপুর, উরকিরচর, নোয়াপাড়া, পশ্চিম গুজরা, বিনাজুরী, চিকদাইর ইউনিয়নসহ পৌর এলাকার বিভিন্ন রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার্দি সিকদার বলেন, ইউনিয়নের হোসেনুজ্জমান সড়কসহ বহু গ্রামীণ রাস্তা পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে ছিন্নভিন্ন হয়ে গেছে। কিছু কিছু ক্ষতিগ্রস্ত রাস্তা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চলাচল উপযোগী করে দেয়া হয়েছে। বিধ্বস্ত রাস্তাঘাটের প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি।

উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন, সাম্প্রতিক সময়ে সৃষ্ট বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। কাজের অনুমোদন পাওয়া গেলে দ্রুত কাজ শেষ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ধর্ষণ মামলায় অভিযুক্ত দুই আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধগোটা দেশকে কারাগারে রূপান্তরিত করেছে সরকার