চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব মেমোরিয়ায় ফাউন্ডেশন, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশান ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা এম মনজুর আলম ভারী, অতিবর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত হয়ে জানমালের ক্ষয় ক্ষতির জন্য দুঃখ ও সমবেদনা জানিয়ে বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠী, বস্তিবাসী ও নিম্নআয়ের মানুষ নানা দুর্যোগ ও দুর্বিপাকে বেশি ক্ষতিগ্রস্ত হন। তাদের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। বর্তমানে বর্ষা মৌসুমে ভারী, অতিবর্ষণ, অস্বাভাবিক জোয়ারসহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দুই হাজার নারী পুরুষদের সান্তনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র এসব কথা বলেন। ৯ অক্টোবর ২০২৩ খ্রি. দুপুরে এইচ এম ভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ সাইফুল আলম।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোস্তফা–হাকিম শিল্প গ্রুপের পরিচালক মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাহিদুল আলম, লোকমান আলী, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক অধ্যক্ষ মো. বাদশা আলম, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী। পরে সাবেক মেয়র ক্ষতিগ্রস্থ দুই হাজার প্রান্তিক জনগণের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।












