বৃষ্টি এলো

সুশান্ত কুমার দে | বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ১১:১৯ পূর্বাহ্ণ

বৃষ্টি এলো বর্ষা কালে

ঝরঝর গাছের ডালে,

গাছের ডালে লুকিয়ে

পাখিরা লেজ গুটিয়ে।

পুকুর ধারে কোলা ব্যাঙ

ডাকে তারা ঘ্যাঙর গ্যাং,

দেখছে কুকুর দাঁড়িয়ে

ধরতে যায় মুখ বাড়িয়ে।

টেংরা পুঁটি যাচ্ছে ছুটি

নিচ্ছে কারা খুটি খুটি,

হল্লা করে ঐ দলে দলে

খোকা খুকু নায় জলে।

সর্দি হবেডাকছে মা

বৃষ্টি জোরে ভিজবে গা,

মিউ মিউ বিড়াল ছানা

ছাতা ছাড়া যেতে মানা।

পূর্ববর্তী নিবন্ধশ্রাবণের মেঘ
পরবর্তী নিবন্ধবৃষ্টি ও বনায়ন