বৃষ্টির সাথে পূর্ণিমার জো, রাউজানে বন্যা পরিস্থিতি

| মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ১১:১৯ পূর্বাহ্ণ

হালদা নদীর পাড়ে থাকা রাউজানের অনেক গ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

উপজেলার পশ্চিম বিনাজুরী, পশ্চিম গুজরার কাছিমনগর, আজিমের ঘাট, উরকিরচর ইউনিয়নের সওদাগড় পাড়া, মইশকরম, খলিফারঘোনা, উরকিরচর, নোয়াপাড়ার চৌধুরীঘাটকুল, ঝিকুটি পাড়া, পলোয়ানপাড়াসহ বিভিন্ন গ্রামে পূর্ণিমার জো’র পানিতে রাস্তঘাট তলিয়ে গেছে। বাড়িঘরে পানি প্রবেশ করছে। বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সাথে পূর্ণিমার জোয়ার হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

পূর্ববর্তী নিবন্ধআধুনগরে ডলু খালে ভয়াবহ ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি
পরবর্তী নিবন্ধস্বাধীন দেশকে রক্ষার জন্য সকলকে সচেতন থাকতে হবে