বৃষ্টির শঙ্কায় বাংলাদেশের ম্যাচ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ১১:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ দল ব্রিজবেন ছেড়ে এসেছে। তবে পিছু নিয়েছে বৃষ্টি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের শহর হোবার্টে বৃষ্টি মাথায় নিয়েই পা রেখেছেন সাকিব আল হাসানরা। তাতে দলের দুটি পরিকল্পনা গেছে ভেসে। প্রথমত, আরও এক দিনের অনুশীলন বাতিল হয়ে গেছে। দ্বিতীয়ত, ম্যাচের ভেন্যু বেলেরিভ ওভালের উইকেট দেখতে যাওয়ার কথা ছিল দলের কয়েকজনের। কিন্তু বৃষ্টির কারণে উইকেটের কাভারই সরানো হয়নি। অনুশীলন না করার পেছনে অবশ্য ভ্রমণ ক্লান্তিও একটি বড় কারণ। শনিবার ভোর ৫টা ২০ মিনিটে ব্রিজবেনে টিম হোটেল থেকে বের হয় দল। মেলবোর্নে ট্রানজিট পর্যন্ত সময়মতোই ছিল সবকিছু। কিন্তু সেখান থেকে হোবার্টের ফ্লাইট পিছিয়ে যায় দুই দফায়। বিমানবন্দরে অপেক্ষার পর বিমানে ওঠার পরও বসে থাকতে হয় বেশ কিছুক্ষণ। শেষ পর্যন্ত দুপুর ৩টায় হোবার্টে পা রাখে দল।

লম্বা এই ভ্রমণের ধকলের পর রাতে নির্ধারিত সূচিতে অনুশীলন করাটা কঠিনই হতো ক্রিকেটারদের জন্য। সেই সিদ্ধান্ত পরে সহজ করে দিয়েছে বৃষ্টি। দলের টিম অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম যেমন বলছিলেন, ‘৮-৯ ঘণ্টার ভ্রমণের পর প্র্যাকটিস খুব ভালো হতো না এমনিতেও। এখন সবাই একটু রিল্যাক্সড হয়ে রিকভারি করার সময়টা পাবে আজকে।’ অনুশীলনের মতোই সমান কিংবা আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল সম্ভবত ম্যাচের উইকেটে চোখ রাখা।

এ দিন বাংলাদেশের অনুশীলন ছিল হোবার্টের কিংস্টন টুইন ওভাল মাঠে। ম্যাচের ভেন্যু বেলেরিভ ওভাল থেকে অনেকটাই দূরে এই মাঠ। এমনকি রোববার ম্যাচের আগের দিনও কিংস্টন টুইন ওভালেই বাংলাদেশ দলের অনুশীলন। বেলেরিভ ওভালে একদিনও অনুশীলন না করেই তাই সোমবার নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। একই বাস্তবতা অবশ্য ডাচদের জন্যও।

পূর্ববর্তী নিবন্ধএকাডেমি কাপ ফুটবলের ফাইনালে কালারপোল
পরবর্তী নিবন্ধফালকাওয়ের ফেভারিট ব্রাজিল,আর্জেন্টিনা-ফ্রান্স