বৃষ্টির জমে থাকা পানিতে শিশুর মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২০ at ৪:৪১ পূর্বাহ্ণ

হঠাৎ বৃষ্টিতে বাড়ির পাশে জমে থাকা পানিতে পড়ে মারা গেছে দেড় বছরের এক শিশু। তার নাম অনিরুদ্ধ সুশীল অর্ণব। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকাল ৪টায় মহেশখালীর পাহাড়তলী নাপিত পাড়া গ্রামে। নিহত অর্ণব উক্ত গ্রামের মৃত আশীষ কুমার শীল ও হোয়ানক কলেজের এমএলএসএস অনিমা শর্মার পুত্র।
নিহতের পারিবারিক সূত্র জানায়, নিহত অর্ণবের মা অনিমা শর্মা প্রতিবেশীর এক নবজাতকের নাম প্রদান অনুষ্ঠানের কাজে ব্যস্ত ছিলাম। এ সময় বিকেল ৪টার দিকে আচমকা এক পশলা বৃষ্টি হয়। বৃষ্টিতে বাড়ির পাশের একটি শুকনো ছোট গর্তে সামান্য পানি জমে। এ সময় আঙ্গিনায় খেলারত শিশু অর্ণব সকলের অগোচরে ওই জমানো পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে মৃত অবস্থায় সেখান থেকে উদ্ধার করা হয়। গতকাল রাতেই নিহত শিশুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানান প্রদীপ কুমার দাশ নামে এক স্বজন।
উল্লেখ্য, অর্ণবের জন্মের পরপরই তার বাবা আশীষ কুমার শীল স্ট্রোক জনিত কারণে মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ৯০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
পরবর্তী নিবন্ধ১৭ লাখ টাকা ভ্যাট ফাঁকি হোটেল অ্যামব্রোশিয়ার