ইনজুরির কারনে দীর্ঘ বিরতির পর অবশেষে মাঠে নেমেছিলেন তামিম ইকবাল। বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেও ফিটনেস যাচাই করতে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে নেপাল গিয়েছিলেন তামিম। কিন্তু বৃষ্টির কারনে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যাওয়ায় কেবল ফিল্ডিংই করতে পারলেন তামিম। ব্যাটিংয়ের সুযোগ হলো না। নিজেদের প্রথম ম্যাচে অভিজ্ঞ বাঁহাতি ওপেনার তামিমকে রেখেই একাদশ সাজিয়েছিল ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্স। নেপালের কীর্তিপুরে গতকাল রোববার তাদের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে পোখরা রাইনোজ। ম্যাচের একাদশ ওভারে বৃষ্টি হানা দিলে আর খেলা সম্ভব হয়নি। পরে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। বৃষ্টি বাগড়া দেওয়ার আগে ভালো অবস্থানে ছিল তামিমের দল ভৈরাওয়া। তাদের দুর্দান্ত বোলিংয়ে পোখরা ৬৫ রান তুলতেই হারিয়ে ফেলে ৭ উইকেট। হাঁটুর ইনজুরি বেশ কিছুদিন ধরেই ভোগাচ্ছিল তামিমকে। ইনজুরির কারণে বাংলাদেশের সবশেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলতে পারেননি। পরে নিজেকে প্রত্যাহার করে নেন বাংলাদেশের বিশ্বকাপ দলের বিবেচনা থেকে। এভারেস্ট লিগে তামিমের খেলা ইনজুরি থেকে সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়ারই অংশ বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।