প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গতকালের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে। ফলে পাইরেটস অব চিটাগাং এবং রাইজিং স্টার জুনিয়র পয়েন্ট ভাগাভাগি করে। এই পয়েন্ট ভাগাভাগির ফলে লাভ হলো রাইজিং স্টার জুনিয়রের। দশ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ৫। আর রেলিগেশন শংকায় থাকা মোহামেডানের পয়েন্ট ৩। আগের রাতের বৃষ্টিতে সকালে নির্দিষ্ট সময়ে শুরু হতে পারেনি খেলা। সকাল সাড়ে দশটায় যখন শুরু হয় ম্যাচটি তখন নির্ধারিত ৫০ ওভারের পরিবর্তে ৪৩ ওভারে পুন নির্ধারণ করা হয়। আর সে ৪৩ ওভারের ম্যাচটিও শেষ হতে পারেনি বৃষ্টির কারণে। ফলে মৌসুমের প্রথম কোন ম্যাচ বৃষ্টির কারনে পরিত্যক্ত হলো। সকালে টসে জিতে ব্যাট করতে নামে রাইজিং স্টার ক্লাব জুনিয়র। দলের খাতায় কোন রান যোগ না হতেই উইকেট হারায় রাইজিং স্টার জুনিয়র। দ্বিতীয় উইকেটে আল আমিন এবং সায়েম যোগ করেন ৩৫ রান। ১৪ রান করে ফিরেন সায়েম। এরপর পাইরেটসের স্পিনার রুবেল, বেলাল এবং রাফিউলের তোপের মুখে পড়ে একের পর এক উইকেট হারাতে থাকে রাইজিং স্টার জুনিয়র। দলের রান যখন ৩৩.২ ওভারে ৭ উইকেটে ১০৯ তখন শুরু হয় বৃষ্টি। এরপর আর মাঠে খেলা গড়ায়নি। আম্পায়াররা বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অপেক্ষা করে ম্যাচটি পরিত্যক্ত ঘোষন াকরেন। ফলে এক পয়েন্ট করে পেল পাইরেটস অব চিটাগাং এবং রাইজিং স্টার জুনিয়র। যে সময়টুকু ব্যাট করতে পেরেছে রাইজিং স্টার জুনিয়র তাতে দলের পক্ষে আল আমিন ২৯, শরীফুল ১৯ এবং হৃদয় করেন ১৩ রান। পাইরেটস অব চিটাগাং এর পক্ষে ২০ রানে ৩ উইকেট নেন মো. রুবেল। ২টি করে উইকেট নিয়েছেন বেলাল এবং রাফিউল।