বৃষ্টির অভাব, রোপা আমন নিয়ে কৃষকের দুশ্চিন্তা

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৫:২২ পূর্বাহ্ণ

শ্রাবণের এই ভরা মৌসুমে রিমঝিম বৃষ্টিতে সয়লাব থাকে তেপান্তর। মাঠে ঘাটে জলে টুইটুম্বুর হয়ে থাকে। এবার আগাম কিছু বৃষ্টিপাত হলেও ভরা শ্রাবণে বৃষ্টিপাত কিছুটা কম বলে কৃষকদের চোখে মুখে দুশ্চিন্তার রেখা লক্ষণীয়। তবে প্রাকৃতিক প্রতিকূলতা কাটিয়ে এবার ও উপজেলার ৪০ হাজার কৃষক আমনের ভাল ফলনের লক্ষমাত্রায় আশাবাদী।
বসে নেই কৃষকরা। ইতিমধ্যে আমনের বীজতলা তৈরি করে চলছে পরিচর্যা। আবার কেউ বীজতলা থেকে ধানের চারাকে আঁটি বেঁধে বৃষ্টি পেলেই রোপণ শুরু করার জন্য প্রস্তুত করে রেখেছে। মীরসরাই উপজেলার কাটাছরা গ্রামের কৃষক রফিক উদ্দিন (৪২) বলেন, গত বছর এই সময়ে মাঠে হাটু পরিমাণ পানি ছিল। এবার আগাম পানি থাকলেও রোপা আমনের এই ভরা সময়ে বৃষ্টি একটু কমে যাওয়ায় জমি পুরোপুরি তৈরিতে অনেকটাই বেগ পেতে হচ্ছে। কখনো দিনে বা রাতে কিছু কিছু বৃষ্টি হওয়ায় বীজতলাগুলো সতেজ থাকলেও আমন রোপনের জন্য পর্যাপ্ত পানির অভাবে অনেকে জমিতে ট্রাক্টরও দিতে পারেনি।
দুর্গাপুর গ্রামের কৃষক মহসিন আলী (৪৮) বলেন, এবারের আবহাওয়া অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বিব্রতকর। ভ্যাপসা গরমে যেমন সবাই অস্থির, পাশাপাশি বৃষ্টি হঠাৎ কমে যাওয়ায় মাঠের উচুঁ জমিগুলোতে পানি নেই। নিচু জমিতেও অনেক কম পানি। কয়েক পশলা ভারি বৃষ্টি না হলে রোপা আমন জমিতে বোনাই দুঃস্বাধ্যকর হবে। আবার এই মৌসুমে তো সেচ ব্যবস্থা থাকে না তাই তাতেও প্রতিকূলতা রয়েছেই।
তবে কৃষকগণ আবার আশাবাদও ব্যক্ত করেন। বলেন আকাশে গত কয়েকদিন উড়ো উড়ো মেঘ ঘুরছে। ভারি বৃষ্টি না হলেও হালকা বৃষ্টি আসছে কখনো কখনো। আশা করা যাচ্ছে যে কোনো সময় ভারি বর্ষণে তেপান্তর জলে টুইটুম্বুর হয়েও যেতে পারে।
মীরসরাই উপজেলা কৃষি সুপারভাইজার কাজী নুরুল আলম বলেন, এবার আমনের লক্ষমাত্রা ২১ হাজার ৬ শত হেক্টর। উপজেলার ৪০ হাজার কৃষক এবার আমন আবাদের প্রস্তুতি নিয়েছে। বীজতলাগুলো নিয়ে কৃষকরা আমন রোপণে প্রস্তুত। আশা করা যাচ্ছে সকল প্রতিকূলতা কাটিয়ে রোপা আমানের উৎসবমুখর হয়ে উঠবে প্রান্তর।
উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা বলেন, প্রাকৃতিক প্রতিকূলতা কাটাতে খরিপ-১/২০১৮-১৯ মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অনেক আউশ চাষিকে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও আগাছা দমন সহায়তা প্রদান করা হয়েছে। এখন আশা করছি লক্ষমাত্রা পূরণ করা সম্ভব।

পূর্ববর্তী নিবন্ধশোকে-অশ্রুতে শেষ বিদায়
পরবর্তী নিবন্ধকর্ণফুলী ইপিজেডের পানি শোধনাগারে আগুন