মীরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির অভাবে অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে রোপা আমনের। তাই দুশ্চিন্তায় কৃষকরা। অধিকাংশ কৃষকই বৃষ্টির অভাবে এখনো রোপা আমনের চারা রোপণ করতে পারছেন না। অনেকে রোপা আমনের আশা বাদ দিয়ে আগাম সবজি রোপণ শুরু করছে।
গতকাল সরেজমিনে আমবাড়িয়া গ্রামের ফসলের মাঠে দেখা গেছে অনেকে কোনোভাবে সেচ দিয়ে রোপা আমন লাগিয়ে নিলেও বৃষ্টির অভাবে জমিতে পানির অভাবে সেসব লালচে বর্ণ ধারণ করছে।
কৃষক আব্দুল মান্নান (৫০) জমিতে ট্রাক্টর দিয়ে মাটি মাড়াই করছেন। পানি তো নেই, জমিতে কী লাগাবেন জানতে চাইলে কৃষক মান্নান বলেন, কী করবো পাশের জমিতে ধান লাগিয়ে পানি দিতে পারছি না তাই লালচে হয়ে যাচ্ছে। তাই এই জমিতে মুলার বীজ বপন করবো। আগাম সবজিতে অন্তত লাভবান হতে পারবো। তবে বৃষ্টি শুরু হলে তখন মুলাক্ষেতও টিকবে না।
খৈয়াছরা গ্রামের কৃষক হুমায়ুন মিয়া (৪৫) বলেন, আর কয়েকদিনের মধ্যে বৃষ্টি না হলে, রোপণকৃত চারাগুলোতে সেচ দিতে না পারলে টেকানোও যাবে না হয়তো। অবশেষে ধানের জমিতে সবজি চাষ ছাড়া কোনো গতিই থাকবে না। তাতেও পানির অভাব হবার সম্ভাবনা রয়েছে।
মীরসরাই উপজেলা কৃষি সুপারভাইজার কাজী নুরুল আলম বলেন, এই সময়ে আমনের প্রায় ৬০ শতাংশ চারা রোপণ হয়ে যায়। কিন্তু বৃষ্টির অভাবে ১০ শতাংশ হয়েছে মাত্র।
উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা বলেন, যেসব কৃষি জমিতে সেচ দিয়ে চারা রোপণের সুবিধা আছে সেখানে সেচ দিয়ে রোপণের পরামর্শ প্রদান করেছি। তিনি বলেন, আশা করছি শেষ সময়ে হলেও বৃষ্টিপাত অবশ্যই হবে। তবে প্রকৃতির এমন রুদ্ররূপে তিনিও উদ্বেগ প্রকাশ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিহাজুর রহমান বলেন, চলমান পরিস্থিতিতে আল্লাহর উপরই ভরসা করা ছাড়া কোনো গতি নেই। বৃষ্টি না হলে কৃষিতে অপূরণীয় ক্ষতি হবে।