বৃষ্টিতে হঠাৎ অবসর শুটিংয়ে প্রাণ দিল চঞ্চল-খুশির গান

| মঙ্গলবার , ১৩ জুন, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

মেঘের পরে মেঘ জমে আকাশ কালো হয়ে আসে, বন্ধ হয়ে যায় শুটিং। কাজের মধ্যে হঠাৎ পাওয়া ফুরসতে অভিনেতা চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশি কণ্ঠে তুললেন হাশিম মাহমুদের লেখা ‘দেখা না দিলে বন্ধু, কথা কইয়ো না’ গানটি। গাজীপুরের পূবাইলে দুই বন্ধুসহশিল্পীর গানের সেই দৃশ্যটি মোবাইল ফোনে ধারণ করলেন নির্মাতা এজাজ মুন্না। সোমবার গানের ভিডিওটি চঞ্চল এবং খুশি তাদের ফেসবুকে তুলে দিয়েছেন। দুজনেই ভক্তদের প্রসংশায় সিক্ত হয়েছেন। চঞ্চল ফেসবুকে ভিডিওটির ক্যাপশনে লেখেন, চলতে পথে, পূবাইলের রাস্তায়। ঝড় বৃষ্টির একটু আগে। দেখা না দিলে বন্ধুৃ..কথা কইও না। হাশিম মাহমুদের গান। আর শাহনাজ খুশি লিখেছেন, বৃষ্টিতে শুটিং বন্ধ। আমরা সবাই পূবাইল এবং গান বন্দী। খবর বিডিনিউজের।

গ্লিটজের সঙ্গে কথা হয় শাহনাজ খুশির। কথায় কথায় তিনি জানান, এক পশলা বৃষ্টির পর শুটিংয়ে ফিরেছেন তারা, কাজ চলছে পুরোদমে। এজাজ মুন্নার পরিচালনায় ‘দূর হতে তোমাকেই দেখেছি’ শিরোনামে একটি সাত পর্বের ধারাবাহিক নাটকের শুটিং ছিল বলেও জানান খুশি। তিনি এবং চঞ্চল ছাড়াও এতে অভিনয় করেছেন নাদিয়াসহ আরও কয়েকজন। নাটকটি লিখেছেন বৃন্দাবন দাশ।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় ‘ঠিকানার খোঁজে’ নাটকের তৃতীয় মঞ্চায়ন
পরবর্তী নিবন্ধভাঙা সংসার জোড়া লাগেনি