বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম ওয়ানডে

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২২ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৫৬ পূর্বাহ্ণ

বৃষ্টির কারণে শেষ হতে পারল না বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুই দফা বৃষ্টির আক্রমণে পরিত্যক্ত হয়ে গেল ম্যাচটি। খেলা হতে পেরেছে কেবল ৩৩.৪ ওভার। বাংলাদেশের বোলাররা বেশ ভালই করেছিল। কিন্তু ব্যাটারদের পরীক্ষা দিতে দিল না বৃষ্টি। ৩৩.৪ ওভার ব্যাট করে কিউইরা পাঁচ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছিল। টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশের বোলাররা।

চতুর্থ ওভারের তৃতীয় বলের সময় বৃষ্টির কারণে প্রথমবারের খেলা বন্ধ হয়। তখন কোনো উইকেট না হারালেও কিউইরা করেছিল ৯ রান। বৃষ্টির পর খেলা শুরু হলে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন মোস্তাফিজুর রহমান। ২০ বলে ৯ রান করা অ্যালেনকে ফেরান তিনি। এরপর ৩ বলে ১ রান করা চ্যাড বাউসকেও ফেরান মোস্তাফিজ। ১৬ রানে দুই উইকেট হারিয়ে ফেলা কিউইদের টানার চেষ্টা করেন হেনরি নিকলস ও উইল ইয়াং। যদিও বাংলাদেশের স্পিনারদের খেলতে বেশ কষ্টই হচ্ছিল তাদের। এ দুজনের ৯৭ রানের জুটিও ভাঙেন মোস্তাফিজ। ৫৭ বলে ৪৪ রান করা নিকোলসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই পেসার। এরপর আঘাত হানেন নাসুম আহমেদ।

হাফ সেঞ্চুরি করা উইল ইয়াংকে স্টাম্পিংয়ে শিকার করেন তিনি। ৯১ বলে ৫৮ রান করেন ইয়ং। এক বল পরই নাসুমকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন রাচিন রবীন্দ্র। রিভিও নিয়ে এই ব্যাটারকে ফেরান নাসুম। নিউজিল্যান্ডের সংগ্রহ তখন ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬। তখনই নামে বৃষ্টি। বন্ধ হয় খেলা। এরপর কয়েক দফায় মাঠ শুকানোর চেষ্টা করলেও পরে আর খেলা মাঠে গড়ায়নি। ফলে আম্পায়ারার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে তিন ম্যাচের সিরিজটি এখন পরিণত হয়েছে দুই ম্যাচের সিরিজে।

পূর্ববর্তী নিবন্ধতিন মাসের আহ্বায়ক কমিটি দিয়ে ৯ বছর পার
পরবর্তী নিবন্ধরাজপথে জনগণের জানমাল রক্ষায় সদা সতর্ক অবস্থান নিতে হবে