‘বৃদ্ধাশ্রম কোনো বাবা-মা’র ঠিকানা হতে পারে না ’

| সোমবার , ১ জুলাই, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

দি চিটাগং ট্রাস্টের (সিটিবি) উদ্যোগে বিশ্ব বাবা দিবস উপলক্ষে গর্বিত পিতাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৯ জুন নন্দনকাননস্থ ফুলকি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক (বাণিজ্য) . পীযুষ দত্ত। মহান অতিথি ছিলেন চবি ইংরেজি বিভাগের প্রফেসর ড. সুকান্ত চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, ট্রাস্টের প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, ট্রাস্টের উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ। সংবর্ধিত অতিথি ছিলেন এভারেস্ট বিজয়ী ডা. বাবর আলী। প্রধান বক্তা ছিলেন ট্রাস্টের পৃষ্ঠপোষক বাবুল ঘোষ বাবুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক নির্মলেন্দু পারিয়াল, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ, জনতা ব্যাংকের সাবেক ডিজিএম শম্ভু দাশ, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, কুণ্ডেশ্বরী ঔষধালয়ের ব্যবস্থাপনা পরিচালক বাসুদেব সিংহ। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের মহাসচিব প্রবাল দে। শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়ণ চন্দ্র মজুমদার, রতন কান্তি দে ও জিকু দত্ত। অধ্যক্ষ অনুপ চক্রবর্তীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সৈকত ভট্টাচার্য্য, সুপন মল্লিক, প্রবাল দত্ত, প্রসূন চৌধুরী, প্রকৌশলী সৈকত দে, কৃতিকা চক্রবর্তী, শিক্ষিকা চম্পা নন্দী, সাগর দাশ, দুর্জয় বিশ্বাস, ঊষা আচার্য্য, আপন দাশ, দুর্জয় দে, দীপ্ত মল্লিক রাজ, অন্তু দাশ, বিভাষ দাশ, তাপস তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে ৪২ জন গর্বিত পিতা ও তাদের পরিবারের সদস্যদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, পিতামাতা সন্তানের জীবনের প্রথম শিক্ষক। মা তাদের লালন পালন করেন আর বাবা সন্তানের জীবনে বটবৃক্ষের মতো। বৃদ্ধাশ্রম কোন বাবামা’র ঠিকানা হতে পারে না। প্রত্যেক সন্তানের উচিৎ বাবামায়ের সেবা করা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া পৌরসভা আ.লীগের সভা
পরবর্তী নিবন্ধচিটাগাং সিনিয়রস’ ক্লাবের ঈদ পুনর্মিলনী