ঢাকার মালিবাগে এক বৃদ্ধাকে বিবস্ত্র করে নির্যাতন চালানোর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় ওই বাড়ির গৃহকর্মীকে ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গি থানার সীমান্তবর্তী কাশিপুর এলাকা থেকে রেখা নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকার শাহজাহানপুর থানার পরিদর্শক (অপারেশনস) জাহাঙ্গীর আলম জানান।
মালিবাগের এক বাড়ির দ্বিতীয়তলার ফ্ল্যাটে গত ১৮ জানুয়ারি নির্যাতনের ওই ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়ে। ৭৫ বয়সী ওই বৃদ্ধা কিডনী জটিলতাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। পেশাগত কারণে সন্তানদের দিনের বড় সময় বাইরে থাকতে হয় বলে তার দেখাশোনা করার জন্য রেখাকে চাকরি দেওয়া হয়েছিল। ঘটনার দিন সন্তানরা কেউ বাসায় ছিলেন না। রেখা ওই বৃদ্ধাকে নির্যাতন করার পর বাসা থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান। পরে পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে গৃহকর্মীকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। খবর বিডিনিউজের।
পরিদর্শক জাহাঙ্গীর বলেন, বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, রেখা জোর করে ওই বৃদ্ধার পোশাক খুলে ফেলেন। তারপর লাঠি দিয়ে তাকে পেটাতে থাকেন। আলমারির চাবির জন্য বুকের উপর চেপে বসেন। চাবি পাওয়ার পর আলমারি খুলতে না পেরে আহত বৃদ্ধাকেই টেনে নিয়ে বাধ্য করেন আলমারি খুলে দিতে। ড্রয়ার খুলে স্বর্ণ, নগদ টাকা, মোবাইল সবই নিয়ে নেন রেখা। পরে তিনি বাসা থেকে বেরিয়ে যান। ওই ঘটনার পর বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয় জানিয়ে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, তিনি এখন ভালো আছেন। গ্রেপ্তার রেখাকে ঢাকা নিয়ে আসা হচ্ছে। আনার পর তাকে আদালতে তোলা হবে।