বৃত্তের বাইরে মঞ্চস্থ

গণায়ন নাট্য উৎসব

| বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ at ৭:১৪ পূর্বাহ্ণ

সৃজনে সংগ্রামে মুক্তির অভিযাত্রায় গণায়নের ৫০ বছর’ শীর্ষক গণায়ন নাট্য উৎসবের ৬ষ্ঠ দিন গতকাল বুধবার অতিবাহিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মুক্তমঞ্চে প্রাপণ একাডেমির শিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করে। শিল্পীদের ফুলেল শুভেচ্ছা জানান নাট্যজন শিবনাথ দত্ত। মিলনায়তনে ‘বৃত্তের বাইরে’ নাটকটি পরিবেশন করে কথাসুন্দর, চট্টগ্রাম। নাটকটির রচনায় সন্তোষ চক্রবর্তী, নির্দেশনায় ড. কুন্তল বড়ুয়া। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মামুনুল হক। আজ বৃহস্পতিবার মুক্তমঞ্চে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করবেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। মিলনায়তনে ফেইম তিলোত্তমা সেনগুপ্ত নির্দেশিত ‘বাল্মীকি প্রতিভা’ নাটকটি পরিবেশন করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘ইত্যাদি’ এবার কুড়িগ্রামে
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৪.০৪ কোটি টাকা