বৃত্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র ছাত্রীদের মেধার বিকাশ ঘটে

কৃতী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণে বক্তারা

| রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৭:০২ পূর্বাহ্ণ

বিজয়’৭১ এর উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও কৃতী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান সংগঠনের সভাপতি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিজয়’৭১ এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। মুখ্য আলোচক ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন ডা. আর কে রুবেল। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি শিক্ষিকা নীলা বোস, মিলন আচার্য্য, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন রোজী চৌধুরী, শ্যামল বৈদ্য, খালেদা আক্তার চৌধুরী, আচল চক্রবর্তী, লিপি তালুকদার, বিভু চৌধুরী, দিলীপ সেনগুপ্ত, প্রিয়াংকা ভৌমিক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘শত বছরের শোষণে ও শাসনে জর্জরিত বাঙালি জাতির মুক্তি সংগ্রামের প্রথম জয়যাত্রা ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারিতে। বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। বক্তারা আরো বলেন, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া উত্তম কাজ। বৃত্তি পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপলোগ্রাউন্ড স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
পরবর্তী নিবন্ধরাজনৈতিক সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবি