‘বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী হতে হবে’

| শনিবার , ২ জানুয়ারি, ২০২১ at ৬:২৫ পূর্বাহ্ণ

সমাজের সুবিধা বঞ্চিত তরুণ তরুণীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইউসেপ – ক্লিফটন- অপকা টেকনিক্যাল স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে মীরসরাই, সীতাকুন্ড, ফেনীর পিছিয়ে পড়া দরিদ্র মানুষের সন্তান যারা শিক্ষা থেকে বঞ্চিত কিংবা দারিদ্রের কারণে পড়াশোনা অব্যাহত রাখতে পারে না তাদেরকে বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী করার যে প্রচেষ্টা তা নিঃসন্দেহে অনুকরণীয়। ইউসেপ – ক্লিফটন- অপকা টেকনিক্যাল স্কুল থেকে প্রশিক্ষিত শ্রম শক্তি আমাদের এবং বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চলের শিল্পের চাহিদা মেটাতে সহায়ক হবে। বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে মীরসরাই এলাকায় একটি মানসম্মত টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠায় ক্লিফটন গ্রুপ, ইউসেপ অপকা যৌথভাবে এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানান। গত ৩১ ডিসেম্বর নগরীর বিজিএমইএ ভবনে ত্রি-পক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজিএমইএ এর প্রথম সহ- সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম এসব কথা বলেন। ক্লিফটন গ্রুপের সিইও এম ডি এম মহিউদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিজিএমইএর সহ-সভাপতি এ এম চৌধুরী সেলিম, মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দীন, ইউসেপের মো. গোলাম নেওয়াজ বাবুল। স্বাগত বক্তব্য দেন, অপকার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর। বক্তব্য দেন, ইউসেপের জয় প্রকাশ বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন আকরাম হোসেন সবুজ। আরও বক্তব্য দেন, বিজিএমইএর পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, অঞ্জন শেখর দাশ, সাইফুল্লাহ মানচুর, আব্দুল হালিম দোভাষ, আব্দুল কাইয়ুম, মীরসরাই এসোসিয়েশনের সভাপতি কালু কুমার দে, লায়ন্স ক্লাব মীরসরাইর ডাইরেক্টর লায়ন তাহের আলম, লায়ন আ জ ম টুটুল, আসরাফ উদ্দীন, নুরুল আলম, প্রফেসর কামাল উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির হাতে জিম্মি ছিল দেশের গণতন্ত্র
পরবর্তী নিবন্ধযুবকরাই সমাজের মূলশক্তি