কারো হাতে ডালিয়া, কারো হাতে আম গাছ। এভাবে সবার হাতে রয়েছে কোনো না কোনো গাছ। নানা প্রজাতির ফলজ, ফুল ও ঘরের ভিতর লাগানো গাছ নিয়ে দাঁড়িয়ে আছে সবাই। এরা সকলে ‘পটিয়া বাগান পরিবারের’ সদস্য। শুধু পটিয়া নয়, দক্ষিণ চট্টগ্রাম ও বন্দর নগরী চট্টগ্রাম থেকেও এসে মিলিত হয়েছে সংগঠনের ৪র্থ বর্ষ পূর্তি উপলক্ষে পটিয়া বাগান পরিবারের বর্ষাকালীন আড্ডায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘পটিয়া বাগান পরিবার’ গ্রুপের সূত্র ধরেই যেন বৃক্ষ প্রেমিকদের এক জায়গায় মিলিত হওয়া। এ যেন বিনা সুতোর সবুজ ভালোবাসা। ৪৫-৫০ প্রজাতির বিভিন্ন গাছ নিয়ে একেক জন সদস্য বর্ষাকালীন আড্ডায় উপস্থিত হয়। এ সময় শতাধিক টপসহ বিভিন্ন প্রজাতির গাছ উপহার দিয়ে সদস্যদের চমকে দেন বাগান পরিবারের সদস্য নুরুল আলম ও জুঁই। গতকাল শনিবার বিকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের গ্যালারীতে এসে জড়ো হয়েছিল বিভিন্ন তরুণ-তরুণী ও নানা পেশার শতাধিক চেনা-অচেনা মুখ। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের প্রতিষ্ঠাতা মো. রফিকুল ইসলাম, রুবি আকতার, মো. সরওয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মুসাব্বির, ফাহমিদা সুলতানা, মাশুক খান, আশারাফুল ইফু, জয়নাব জুঁই, ইশফাত জাহান, সুদা বড়ূয়া ও এস এম কাশিফ রেজাসহ আরো অনেকে।