মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে গাছের চারা রোপণের মধ্যদিয়ে গত বৃহস্পতিবার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হুসাইন মো. আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন ৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গৌতম সেবক বড়ুয়া, ফটিকছড়ি উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শিমুল কান্তি ধর, পূর্ব আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য গাজী মো. ইমরান, প্রধান শিক্ষক ও গীতা বিদ্যাপীঠের অধ্যক্ষ অর্চ্চনা রানী আচার্য্য, সূর্যগিরি আশ্রমের অধ্যক্ষ লায়ন ডা. বরুন কুমার আচার্য্য, আশ্রম কমিটির সভাপতি তরুন কুমার আচার্য্য কৃষ্ণ, সাধারণ সম্পাদক রুবেল শীল, সহ–সভাপতি টিটু চৌধুরী, ধীমান দাশ, মানিক বড়ুয়া, রনধীর শীল, সোনারাম আচার্য্য, দীপ আচার্য্য, কৃষ্ণ বৈদ্য প্রমুখ।











