সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, পাহাড় কাটা, কৃষি জমিতে গৃহ ও কল কারখানা নির্মাণ, নির্বিচারে বৃক্ষ নিধনসহ নানা কারণে দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি এখনই সচেতন না হই, অদূর ভবিষ্যতে আমরা ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হবো। তাই বৃক্ষরোপনের প্রতি আমাদের আরো মনোযোগী হতে হবে। বৃক্ষরোপনের এই সময়ে প্রতিজনে অন্তত একটি করে হলেও বৃক্ষ রোপনের আহবান জানান তিনি। গত শুক্রবার চন্দনাইশ ছাত্র সমিতির উদ্যোগে বৈলতলী সমিতির ব্যবস্থাপনায় বৈলতলী উচ্চ বিদ্যালয় মাঠে ৯ম বারের মতো চারা বিতরণ ও পরিচর্যা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান শিক্ষক আবুল কালাম তালুকদারের সভাপতিত্বে ও একেএম নাঈম উদ্দিন সায়েমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম একরাম হোসেন, ইউপি চেয়ারম্যান এসএম সায়েম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল আলম, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
ৎনোমান উল্লাহ বাহার, শফিকুল ইসলাম রাহী, আবু সাঈদ মুন্না, মো. মামুন, মারজাদুল ইসলাম চৌধুরী আরমান, নাজিম উদ্দিন ভূইয়া, ফয়সাল মো. ইব্রাহীম, জাহেদুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন করেন এবং সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন চারা বিতরণ করেন।