গত ২৪ জুলাই জাতীয় বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে ২০১৯ ও ২০২০ এ বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগারগাঁও, বন ভবন, হৈমন্তি মিলানায়তনে অনুষ্ঠিত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিনের কাছ থেকে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৯ এর পুরস্কার গ্রহণ করেন কর্ণফুলী উপজেলার বড়উঠান মৌলভী বাড়ীর সমাজসেবক ও সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান।
তিনি “ঞ” শ্রেণিতে বৃক্ষ গবেষণা/ সংরক্ষণ উদ্ভাবন-এ ২য় স্থান অর্জন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি ও মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমদ। সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।