লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন বলেছেন, জলবায়ুর পরিবর্তনের কারণে দেশে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘুর্ণিঝড়, বন্যাসহ নানা প্রাকৃতিক ও মানবসৃষ্ট দূর্যোগের কারণে দেশের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে সারা দেশব্যাপী বৃক্ষরোপণের মাধ্যমে দেশে আবারও সবুজ বিপ্লব ফেরাতে হবে।
নাহলে দেশের আবহাওয়া, জলবায়ু ও পরিবেশ বিপন্ন হয়ে মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যাবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার চরম্বা ইউনিয়ন বিএনপির উদ্যোগে উপজেলার চরম্বা উচ্চ বিদ্যালয়, চরম্বা জামেউল উলুম ইসলামীয়া দাখিল মাদ্রাসা, মাইজবিলা অলি আহমদ বীরবিক্রম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বৃক্ষ রোপণ কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের দলের সকল স্তরের নেতাকর্মীসহ সকলের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবান দেশের কোন জায়গা খালি না রেখে প্রতিটি জায়গায় বৃক্ষ রোপণের মাধ্যমে দেশে সবুজ বিপ্লব ফেরাতে হবে।
এসময় মাইজবিলা অলি আহমদ বীরবিক্রম উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আমের চারা রোপণ করেন নাজমুল মোস্তফা আমিন।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আবুল হাসেম, উপজেলা যুবদলের আহবায়ক শাব্বির আহমেদ, চরম্বা ইউনিয়ন জামাতের আমির শামসুল ইসলাম হেলালি, চরম্বা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এডভোকেট শফিকুল আলম লিটন, চরম্বা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মমতাজুর রহমান, উপজেলা ছাত্র দলের আহবায়ক শোয়াইব, সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াদ সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।