চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সৃষ্টি জগতে অপরূপ সৌন্দর্যের বৃক্ষ অন্যতম, গাছপালা ছাড়া মানুষের বেঁচে থাকার কোন উপায় নেই। মানুষ না থাকলে বৃক্ষের কোন অসুবিধা হতো না। কিন্তু বৃক্ষ না থাকলে এই পৃথিবীতে মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যেত, বৃক্ষ যেমন প্রাকৃতিক সৌন্দর্যের বৃদ্ধিকারক। তেমনি আবার পরিবেশ সংরক্ষণেরও সজীব প্রতীক। অধিকহারে বৃক্ষরোপনের জন্য গণসচেতনতা সৃষ্টি করতে হবে।
মানবজাতির প্রাণের অস্তিত্ব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। আমাদের ভর্বিষৎ প্রজন্মকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে হলে নিজ নিজ উদ্যোগে প্রত্যেক সচেতন নাগরিককে বৃক্ষরোপন কাজে এগিয়ে আসতে হবে।
তিনি গতকাল মঙ্গলবার নগরীতে জমিয়তুল ফালাহ্ মসজিদ প্রাঙ্গনে পরিবেশ উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংস্থা এ্যাড ভিশন বাংলাদেশের উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ্যাড ভিশনের সভাপতি শেখ নওশের সরোয়ার পিন্টুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কাউন্সিলর তসলিমা নুর জাহান, অধ্যাপক মাসুম চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, মো. কামাল উদ্দিন, স.ম জিয়াউর রহমান প্রমুখ।
মেয়র আরো বলেন যে, খেজুর গাছ অনেকটা বিলুপ্তির পথে। সে কারণে নতুন প্রজন্মকে খেজুর গাছের রসস্বাধন ও সৌন্দর্য বর্ধনের জন্য নগরীর ৪১টি ওয়ার্ডে খেজুর গাছের চারা রোপন করা হবে।
তিনি নগরীর সৌন্দর্য বাড়াতে সবুজায়ন ও বসবাসের উপযোগি করে গড়ে তুলতে বনজ, ফলদ ও ঔষধি গাছ লাগানোর জন্য নগরবাসির প্রতি আহ্বান জানান। পরে মেয়র দামপাড়া জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদের সামনে রাস্তার মিড আইল্যান্ডে খেজুর গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।