চট্টগ্রামে ১৫ দিন ব্যাপী বৃক্ষমেলা শেষ হয়েছে। মেলায় প্রায় এক কোটি টাকার বিভিন্ন প্রজাতীর বৃক্ষের চারা বিক্রি হয়েছে। বিক্রিত চারার পরিমাণ প্রায় এক লাখ। ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ শিরোনামে এ মেলা নগরীর সিআরবি শিরিষ তলায় গত ৪ আগস্ট শুরু হয়ে গতকাল আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।
গতকাল সন্ধ্যায় সিআরবি শিরিষতলায় মেলার সমাপনী অনুষ্ঠানে বৃক্ষমেলার সাফল্য ও চারা বিক্রির তথ্য তুলে ধরে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর সভাপতিত্বে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরেস্ট্রি সাইন্স এন্ড টেকনোলজির পরিচালক এস এম গোলাম মাওলা, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা সফিকুল ইসলাম, বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী, উপকূলীয় বন বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ হোছাইন।
বন বিভাগ জানায়, এবারের মেলায় প্রায় অর্ধশত নার্সারী ও বিভিন্ন সরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়। মেলায় লাখ টাকা দামের বনসাই থেকে শুরু করে ১০/২০ টাকা দামের বিভিন্ন প্রজাতীর ফলদ, বনজ এবং ওষধী বৃক্ষের চারা বিক্রি হয়। উল্লেখ্য, মেলা উদ্বোধনের পর থেকে সমাপনী দিন পর্যন্ত বৃক্ষপ্রেমী মানুষের পদচারনায় মুখর হয়ে উঠে এই বৃক্ষমেলা।