বু বু ওয়ার্ল্ডে অরিগামি কর্মশালা

| রবিবার , ২৭ জুন, ২০২১ at ৬:৪৬ পূর্বাহ্ণ

নগরীর জামালখানে অবস্থিত শিশুদের বিনোদন কেন্দ্র বু বু ওয়ার্ল্ড শিশুদের জন্য গতকাল শনিবার অরিগামির মাধ্যমে কাগজ দিয়ে সৃজনশীল নানা কিছু তৈরির এক কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী শিশুদের কাগজ দিয়ে পাখি এবং ফুল তৈরির কৌশল শেখান ‘রিমা’স ক্লাশ’ ইউটিউব চ্যানেলের কনটেন্ট ক্রিয়েটর রীমা বড়ুয়া।
কর্মশালাটির আয়োজন সম্পর্কে বু বু ওয়ার্ল্ড এর কনসালট্যান্ট সরওয়ার আলম বলেন, করোনাকালীন এ পরিস্থিতিতে ঘরবন্দী শিশুদের মানসিক অবস্থাকে উজ্জীবিত রাখার জন্যই স্বাস্থ্যবিধি মেনে এ কর্মশালা আয়োজন করা হয়। ভবিষ্যতেও শিশুদের জন্য সৃষ্টিশীল বিভিন্ন বিষয়ে আরো নানা কর্মশালা আয়োজনের পরিকল্পনা আছে আমাদের। পরিস্থিতির উত্তরণ সাপেক্ষে ভবিষ্যত আয়োজনগুলো সম্পর্কে আগ্রহী শিশু ও অভিভাবকদের যথাসময়ে অবহিত করা হবে বলে জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমমতার বিশেষ সাধারণ সভা
পরবর্তী নিবন্ধসেরা গবেষণা পুরস্কার পেলেন সিভাসুর ৭ শিক্ষক