সপ্তাহজুড়ে চলা বু বু ওয়ার্ল্ডের বর্ষপূর্তি অনুষ্ঠানের চমক হিসেবে গতকাল বুধবার উদ্বোধন করা হল মেম্বারশীপ কার্ড। দারুণ সব ফ্যাসিলিটিস সমৃদ্ধ অনন্য ক্যাটাগরির ডোরেমন ও পু মেম্বারশীপ কার্ড। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, বারকোড ক্যাফের উদ্যোক্তা এবং স্বত্বাধিকারী মনজুরুল হক, এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান ও সেগাফ্রেডো জেনিটি এসপ্রেসার উদ্যোক্তা রাইসুল উদ্দীন সৈকত এবং সিপিডিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইফতেখার হোসেন।
কার্ড ২টির উদ্বোধন উপলক্ষ্যে বু বু ওয়ার্ল্ডের পক্ষে কার্ডের সুবিধাসমূহ তুলে ধরে বিশেষ মূল্য ঘোষণা করা হয়। ১ মাস মেয়াদী পু মেম্বারশীপ কার্ড রেগুলার মূল্য ৭,০০০ টাকার পরিবর্তে ৫,০০০ টাকা এবং ৩ মাস মেয়াদী ডোরেমন মেম্বারশীপ কার্ড ২০,০০০ টাকার পরিবর্তে ১৫,০০০ টাকায় পাওয়া যাবে। এই অফারটি শুধুমাত্র প্রথম ১৫ জনের জন্য। প্রতিটি পু কার্ড ব্যবহারকারী নূন্যতম প্রায় ২২,৬০০ টাকা এবং ডোরেমন কার্ড ব্যবহারকারী ন্যূনতম ১,৪৪,৬০০ টাকার নিশ্চিত সুবিধা ভোগ করতে পারবেন। এছাড়াও মেম্বারগণ বু বু ওয়ার্ল্ডে সেবা গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। অতিথিরা বু বু ওয়ার্ল্ডের এ ধরনের উদ্যোগের প্রশংসা করে শিশুদের জন্য সামাজিক ক্লাব গঠনের ভিন্নধর্মী চিন্তাকে স্বাগত জানান। প্রেস বিজ্ঞপ্তি।












