বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেছেন, সবকদানের মাধ্যমে একটি শ্রেণীর পরিবর্তন নয়, বরং জ্ঞান, চরিত্র, আদর্শ ও দায়িত্বশীলতার নতুন প্রান্তে দাঁড়িয়ে যাওয়ার দ্বার উন্মোচিত হয়। গতকাল বুধবার বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার ফাযিল ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের সবকদান উপলক্ষে ওরিয়েন্টেশন ক্লাসে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা সাইদুল ইসলাম পাটোয়ারীর সঞ্চালনায় অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের উদ্দেশে প্রেষণামূলক বক্তব্য দেন, মাওলানা আ ন ম মঞ্জুর হায়দার সিদ্দিকী, ইলিয়াস মোহাম্মদ শোয়াইব, মনজুরুল কাদের, মাওলানা ফরিদুল হক চৌধুরী, মাওলানা আবু তাহের ফারুকী, আনোয়ার হোসেন, আরিফ উল্লাহ, মাওলানা আরমান উল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












