বুড়িশ্চর জনকল্যাণ সংঘের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| শুক্রবার , ৩ মার্চ, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

বুড়িশ্চর জনকল্যাণ সংঘের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান।

সংঘের সভাপতি সেকান্দর আলম চৌধুরীর সভাপতিত্বে বুড়িশ্চর তেঁতুল তলা আলা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন নুরুল আজিম চৌধুরী, আজিজুল হক চৌধুরী, ফজলুল হক চৌধুরী, নজমুল হক চৌধুরী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শওকত আকবর, আ ন ম ইউনুস, হেলাল রেজা, মহিলা মেম্বার মর্জিনা আক্তার, নাছির উদ্দীন চৌধুরী মেম্বার, মো. সোহেল রানা, মো. শফি মাস্টার, মোহাম্মদ নুর উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংঘের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে ৬০ জন কৃতী ছাত্রছাত্রীদের ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী প্রদান প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে হিমালয়ের আমা দাবলাম পর্বত বিজয়ী ডা. বাবর আলী ও বুড়িশ্চর ইউপি মেম্বার নাছির উদ্দীন চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুরাঙ্গন সঙ্গীতালয়ের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১