বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘নিউ কারেন্টস’ বিভাগে পুরস্কার জিতেছে বাংলাদেশের নির্মাতা ইকবাল হোসাইনের সিনেমা ‘বলী’ (দ্য রেসলার)। ‘বলী’ ছাড়াও এ বিভাগে পুরস্কার পেয়েছে জাপানি নির্মাতা মোরি তাতসুয়ার সিনেমা ‘সেপ্টেম্বর ১৯২৩’। বাংলাদেশের সময় গতকাল শুক্রবার সকালে উৎসবের সমাপনী দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়। এ পুরস্কারের অর্থমূল্য ৩০ হাজার ডলার। উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেইজে পুরস্কারের তালিকা প্রকাশ করা হয়েছে। চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইটে ‘নিউ কারেন্টস’ বিভাগের বিচারকদের বক্তব্যও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ইকবাল হোসাইন চৌধুরীর ‘দ্য রেসলার’ সিনেমাটি যেন দুর্দান্ত এক সিঙ্গেল রাউন্ড ম্যাচ, যেখানে জাদুকরিভাবে গল্প বলা হয়েছে। এই পুরস্কারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া একটি সত্যিকারের চ্যালেঞ্জ ছিল। কারণ এই বিভাগের প্রতিটি চলচ্চিত্রই ছিল ব্যতিক্রমী। সরকারি অনুদানের সিনেমা ‘বলী’ সাগরপাড়ের গল্প দেখিয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছেন পিপলু আর খান। আর সহ প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে তাকে। গত বছরের এপ্রিল–মে মাসে ছবিটির টানা শুটিং হয়েছে চট্টগ্রামের উপকূলীয় এলাকায়। এ বছরের শেষে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে পারে। গত ৭ থেকে ৯ অক্টোবর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছিল ‘বলী’র প্রদর্শনী। প্রতিটি প্রদর্শনী শেষে দর্শকদের প্রশ্নের মুখোমুখি হন সিনেমার নির্মাতা ও অভিনেতা। খবর বিডিনিউজের।