নগরীর চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকার হামকা গ্রুপ বুশ বাহিনীর প্রধান আইয়ুব আলীকে (৩০) অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গত সোমবার চান্দগাঁও থানাধীন ফরিদাপাড়া এলাকার আবুল সওদাগরের কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা (বন্দর–পশ্চিম) বিভাগের উপ–পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদাপাড়া এলাকার আবুল সওদাগর কলোনির ২০ নম্বর কক্ষ হতে ১টি দেশীয় এলজি, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ১টি চাইনিজ কুড়াল ও সাড়ে ৩ কেজি গাঁজাসহ আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।