বুলবুলিটার বিয়ে

জসীম মেহবুব | বুধবার , ১১ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:৫৬ পূর্বাহ্ণ

আমের ডালে টিয়ে,

বুলবুলিটার বিয়ে,

সেই বিয়েতে শালিক এলো

রঙিন পালকি নিয়ে।

দোয়েলশ্যামার নাচে,

টুনটুনি যায় কাছে,

ময়নাঘুঘু গান জুড়ে দেয়

কৃষ্ণচূড়া গাছে।

বিয়ের সে কি ধুম !

পালায় রাতের ঘুম,

বানরশেয়াল তবলা বাজায়

টাক ডুমাডুমডুম।

টাক ডুমাডুম তালে

ফড়িঙ নাচে ডালে

এমন ছড়া শুনে বুঝি

খুকু কি চমকালে ?

পূর্ববর্তী নিবন্ধতালপিঠা ও ছোটআম্মু
পরবর্তী নিবন্ধকাঠগোলাপ