বুলবুলি

সুজন দাশ | বুধবার , ২৬ জুন, ২০২৪ at ১০:৩৬ পূর্বাহ্ণ

বুলবুলিরে বুলবুলি,

গা দেখি গান সুর তুলি।

পোকামাকড় খাস সুখে,

পেলেই খুঁজে নিস মুখে।

ক্ষেতজমি ও বনবাদাড়,

ঘুরে বেড়াস পাস আহার।

রং খানা তোর কালচে নীল,

শত্রুকে ছাড় দিসনা তিল!

ঝগড়াটে তুই লড়াইবাজ,

পালতো তোরে তাই রেওয়াজ।

শক্ত নখর আছে তোর,

জাপটে ধরে দেখাস জোর!

তাল খেজুরের পেলে রস,

মন নাকি তোর থাকে বশ।

দরাজ গলায় গাইলে গান,

দুলে আমার মনও প্রাণ!

পূর্ববর্তী নিবন্ধজাতীয় কবি
পরবর্তী নিবন্ধবাবা হলো বটবৃক্ষ