বুলগেরিয়ার পশ্চীমাঞ্চলের হাইওয়াতে উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী একটি পর্যটকবাহী বাসে আগুন লেগে কমপক্ষে ৪৫ জন নিহত ও অনেকেই আহত হয়েছে। খবর বাংলানিউজের।
রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির কর্মকর্তারা জানান, মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে। এসময় দগ্ধ সাতজনকে রাজধানী সোফিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্নি নিরাপত্তা বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ স্থানীয় গণমাধ্যমকে একথা জানিয়েছেন।
নিকোলভ বলেন, একটি বাসে আগুন ধরে যাওয়ার পর অন্তত ৪৫ জন নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে সকাল আটটায়। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সোফিয়ার উত্তর মেসিডোনিয়া দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই উত্তর মেসিডোনিয়া।