বুলগেরিয়া ও পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিল রাশিয়া

| বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১১:৪২ পূর্বাহ্ণ

বেঁধে দেওয়া সময়ের মধ্যে রুবলে মূল্য পরিশোধ করতে না পারায় বুলগেরিয়ার কোম্পানি বুলগারগাজ ও পোল্যান্ডের কোম্পানি পিজিএনআইজিকে গ্যাস সরবরাহ করা পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাশিয়ার গ্যাজপ্রম।

রাশিয়ার বৃহদ বহুজাতিক জ্বালানি কোম্পানিটি গতকাল বুধবার এক বিবৃতিতে এমনটি জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা তাসের। খবর বিডিনিউজের।

বিবৃতিতে গ্যাজপ্রম বলেছে, ২৭ এপ্রিল থেকে শুরু করে ডিক্রিতে বর্ণিত পদ্ধতি অনুসারে মূল্য পরিশোধ না করা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার বিষয়টি বুলগারগাজ ও পিজিএনআইজিকে অভিহিত করেছে গ্যাজপ্রম এক্সপোর্ট।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার ৩ প্রদেশে বিস্ফোরণের শব্দ
পরবর্তী নিবন্ধমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিলাওয়াল ভুট্টো