বুর্জ খলিফার পাশে বহুতলে আগুন

| মঙ্গলবার , ৮ নভেম্বর, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

দুবাইয়ে পৃথিবীর দীর্ঘতম বহুতল ভবন বুর্জ খলিফার কাছে ৩৫ তলা এমার বিল্ডিংয়ে গতকাল ভয়াবহ আগুন লাগে। দ্রুত সেই আগুন গ্রাস করে নেয় বিল্ডিংয়ের একাংশ। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন নিভিয়ে ফেলা হয় খুব দ্রুত। তবে আগুন নেভানোর পরে এমার বিল্ডিংয়ে পোড়া দাগ দেখা গেছে।

দুবাইয়ের ৮, বুলেভার্ড ওয়াক রাস্তায় পর পর বেশ কয়েকটি বহুতল রয়েছে। তার মধ্যেই একটি এমার। তবে আগুন এক বহুতল থেকে অন্য বহুতল ভবনে ছড়াতে পারেনি।

দুবাইয়ের পুলিশ এবং সিভিল ডিফেন্স প্রথমে অগ্নিকাণ্ডের কথা জানাতে চায়নি। এমার বহুতল কর্তৃপক্ষও এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি। প্রসঙ্গত, আকাশছোঁয়া সমস্ত বহুতলে ভর্তি দুবাই শহর। সামপ্রতিক কালে বেশ কয়েকবার সেখানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

২০১৫ সালে বর্ষবরণের রাতে অ্যাড্রেস ডাউনটাউন এলাকায় ভয়াবহ আগুন লেগেছিল। বুর্জ খলিফার কাছে ওই এলাকাতেই রয়েছে দামি এবং অভিজাত হোটেলগুলি। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।

পূর্ববর্তী নিবন্ধকাল থেকে ফের লংমার্চ শুরু করছে ইমরানের দল
পরবর্তী নিবন্ধআনন্দবাজার ময়লার ডিপু থেকে মাছ-মুরগির আমদানি নিষিদ্ধ খাবারসহ ১০টি ট্রাক জব্দ