বুরহানী বিএসআরএম স্কুল ২০তম বর্ষপূর্তি উদযাপন

| সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

বুরহানী বিএসআরএম স্কুল গত ২৩ জানুয়ারি শের শাহ বাংলা বাজার ক্যাম্পাসে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাদের ২০তম বর্ষপূর্তি উদযাপন করেছে। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নার্সারি থেকে এসএসসি পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা প্রদান করে আসছে, পাশাপাশি বৃত্তি, বই, অতিরিক্ত কোচিং এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তাও প্রদান করছে।

অনুষ্ঠানটি বুরহানি বিএসআরএম স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাদের উপস্থিতিতে সমস্ত শিক্ষার্থী, অ্যালামনাই ও শিক্ষকদের স্বাগত জানানো হয়। প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক প্রফেসর মো. আবুল কাশেম তার বক্তৃতায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় স্কুলটির অসামান্য অবদান এবং বেসরকারি খাতে সামাজিক দায়বদ্ধতার এক মডেল হিসেবে এর ভূমিকার প্রশংসা করেন। বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হুসাইন আকবর আলী এক উদ্বুদ্ধকরণমূলক বক্তব্য দেন, যেখানে তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের উৎকর্ষের সাধনা অব্যাহত রাখতে উৎসাহিত করেন। তিনি পাঠ্যক্রমে বৃত্তিমূলক প্রশিক্ষণকে সংযুক্ত করার গুরুত্বের ওপর জোর দেন এবং দক্ষ পেশাজীবী গড়ে তোলার মাধ্যমে মানবসম্পদ রপ্তানির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার সম্ভাবনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হোসেন, বিএসআরএম গ্রুপের পরিচালক হুওরা তাহসিন জোহায়ের, বিএসআরএম গ্রুপের পরিচালক সাবিন আমের, পাশাপাশি অ্যালামনাই, শিক্ষার্থী, শিক্ষক এবং বিএসআরএমের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পারফরম্যান্স, অ্যালামনাইদের অভিজ্ঞতা শেয়ার করা এবং শিক্ষকদের দীর্ঘকালীন সেবার অ্যাওয়ার্ড প্রদান। অ্যালামনাইরা স্কুলের শিক্ষামূলক ও ব্যক্তিগত উন্নয়নে ইতিবাচক প্রভাবের কথা তুলে ধরেন।

এই উদযাপন স্কুলের দুই দশকের শিক্ষার এবং সামাজিক উন্নয়নের প্রতি তাদের প্রচেষ্টাকে চিহ্নিত করেছে । এই উদ্যোগের মাধ্যমে প্রায় ১,১৩০ জন শিশুর শিক্ষা নিশ্চিত হয়েছে, যাদের মধ্যে ৩৫০ জন শিক্ষার্থী এসএসসি শেষ করেছেন। এদের মধ্যে অনেকে বর্তমানে কলেজে অধ্যয়নরত এবং কেউ কেউ কর্মসংস্থানে নিয়োজিত, তাদের পরিবারের জীবিকা উন্নয়নে অবদান রাখছে। এই উদযাপন স্কুলের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সমপ্রদায়ভিত্তিক উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিকে বিশেষভাবে প্রতিফলিত করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসামপ্রদায়িক সমপ্রীতি বজায় থাকলেই টেকসই ও কল্যাণমূলক রাষ্ট্র গঠন সম্ভব
পরবর্তী নিবন্ধআল-হামিম ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা