বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শান্তি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চমেক বৌদ্ধ ছাত্র সংসদ, বৌদ্ধ চিকিৎসক–নার্স ও কর্মকর্তা–কর্মচারীদের যৌথ উদ্যোগে গতকাল শনিবার সকালে কলেজের নতুন কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার শুরুতে কলেজের মূল ফটক থেকে একটি শান্তি শোভাযাত্রা বের করা হয়। শিক্ষক–চিকিৎসক, নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে শোভাযাত্রাটি চমেক ক্যাম্পাস প্রদক্ষিন করে। পরে ‘শান্তির বারতায় বুদ্ধ পূর্ণিমা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চমেক হাসপাতালের উপ–পরিচালক ও বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. অং সুই প্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ইউএসটিসির প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চমেক অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান, চমেক উপাধ্যক্ষ ডা. হাফিজুল ইসলাম, চমেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনোয়ারুল হক শামীম। মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. অর্থদর্শী বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সদস্য সচিব ও শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সনৎ কুমার বড়ুয়া। অনুষ্ঠানে চিকিৎসাবিজ্ঞান ও বৌদ্ধধর্ম বিষয়ে স্লাইড উপস্থাপন করেন ডা. দেবপ্রতিম বড়ুয়া। মেডিকেল কলেজের শিক্ষার্থী দীপান্বিতা বড়ুয়া ও সৌমেন বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যের মাঝে কক্সবাজার মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া, আগ্রাবাদ মা ও শিশু মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. অসীম বড়ুয়া, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ–পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া বক্তব্য রাখেন। এছাড়া ডা. বসুবন্ধু বড়ুয়া, ডা. কল্যান কুমার বড়ুয়া, ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া, ডা. সুমন মুৎসুদ্দী, ডা. প্রীতীশ বড়ুয়া, ডা. ভাগ্যধন বড়ুয়া, বিজয় বড়ুয়া, ডা. মৃত্যুঞ্জয় বড়ুয়া, ডা. উজ্জ্বল বড়ুয়া অপু, ডা. শর্মিলা বড়ুয়া, ডা. শ্রাবনী বড়ুয়া, ডা. দেবযানী বড়ুয়া, ডা. চন্দ্রিমা বড়ুয়া, ডা. উৎপল বড়ুয়া, ডা. স্নেহাশীষ বড়ুয়া, ডা. সুজয় চাকমা, ডা. শাওন বড়ুয়া, ডা. সুমন বড়ুয়া, ডা. তৃষা বড়ুয়া নার্সিং ইন্সট্রাক্টর বিশ্বজিৎ বড়ুয়া ও লাভলু বড়ুয়া প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ধন্যবাদ জ্ঞাপন করেন চমেক মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. রিপন বড়ুয়া। অনুষ্ঠান শেষে গাইনী ও শিশু ওয়ার্ডের রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ–পথ্য ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়।