বুদ্ধিমত্তার সাথে জ্ঞান অর্জনই জীবন চলার পথে কার্যকর ভূমিকা রাখে। চিটাগাং উইম্যান চেম্বার অব কসার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের শিক্ষার্থীদের নিয়ে ৪ দিনব্যাপী আর্টিফিসিয়াল জুয়েলারি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের ভাইস-চ্যান্সেলর ড. রুবানা হক একথা বলেন।
প্রশিক্ষণ কোর্স আয়োজনের জন্য চিটাগাং উইম্যান চেম্বার অব কসার্স এন্ড ইন্ডাস্ট্রি ও এসএমই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষের জীবন চলার পথ খুবই কঠিন। তোমাদের জীবন মাত্র শুরু হল। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিষয়ের উপর কারিগরী শিক্ষা ও জ্ঞান অর্জন তোমাদের ভবিষ্যৎ চলার পথকে সুগম করবে।
এফবিসিসিআইয়ের পরিচালক ও চিটাগাং উইম্যান চেম্বার অব কসার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব বলেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কোর্স আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। ভবিষ্যতে যেকোন ধরনের প্রশিক্ষণ কোর্সের প্রয়োজন হলে চিটাগাং উইম্যান চেম্বার অব কসার্স এন্ড ইন্ডাষ্ট্রি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান এর পাশে থাকবে। এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম সরদার বলেন, এই প্রশিক্ষনের মাধ্যমে আমাদের জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা হল, এই প্রশিক্ষণে বিভিন্ন দেশের মেয়েরা অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কসার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন পরিচালক শামিলা রীমা, সদস্য লতিফা আক্তার। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কসার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট আইভি হাসান। তাকে সহযোগিতা করেন জান্নতুল নাইমা পুষণ। প্রশিক্ষণে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের ৩৮জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।