বুদ্ধিদীপ্ত

হাফিজুর রহমান | বুধবার , ৭ মে, ২০২৫ at ৭:৪০ পূর্বাহ্ণ

না’ বলে না ছোট্ট খুকি

ভালো কিছু পেতে,

শেখার ইচ্ছেটা প্রবল

আটকে না যেতে।

বেশিই থাকে চুপচাপ

ব্যস্ত থাকে চোখ,

যতই করো বকাঝকা

ঝাড়ে না ক্ষোভ।

এই খুকিটাই একদিন

অনেক বড়ো হবে,

কথায় নয় কর্মের গুণে

সমাজে টিকে রবে।

পূর্ববর্তী নিবন্ধবৈশাখী আম
পরবর্তী নিবন্ধমঙ্গল গ্রহের বুদ্ধিমান কুকুর