‘না’ বলে না ছোট্ট খুকি
ভালো কিছু পেতে,
শেখার ইচ্ছে–টা প্রবল
আটকে না যেতে।
বেশিই থাকে চুপচাপ
ব্যস্ত থাকে চোখ,
যতই করো বকাঝকা
ঝাড়ে না ক্ষোভ।
এই খুকিটাই একদিন
অনেক বড়ো হবে,
কথায় নয় কর্মের গুণে
সমাজে টিকে রবে।
হাফিজুর রহমান | বুধবার , ৭ মে, ২০২৫ at ৭:৪০ পূর্বাহ্ণ