বুড্ডিস্ট ফাউন্ডেশনের নির্বাচন ৩১ ডিসেম্বর

| শনিবার , ১১ ডিসেম্বর, ২০২১ at ৬:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের সাধারণ নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হলেন অধ্যাপক সনজীব বড়ুয়া এবং সদস্য কবি অরুপ বড়ুয়া ও অধ্যাপক শিউলি বড়ুয়া। জামালখানের ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় থেকে দুইশত টাকা জমা দিয়ে মনোনয়নপত্র ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের সংগ্রহ এবং জমা প্রদান করা যাবে। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৭ ডিসেম্বর বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। ইচ্ছুক প্রার্থীরা বাছাইয়ের সময় উপস্থিত থাকতে পারবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ আগামী ২২ ডিসেম্বর বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। খবর বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধআলকরণ ওয়ার্ড ‘খ’ ইউনিট আ. লীগের সম্মেলন
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান