বুড়িশ্চর জিয়াউল উলুম মাদরাসায় মিলাদ ও দোয়া মাহফিল

| রবিবার , ২৯ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

হাটহাজারীস্থ বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসায় ইসলামের প্রথম খলিফা হযরত আবুবকর ছিদ্দিকের (🙂 ওফাত স্মরণে গত বৃহস্পতিবার মাদরাসা মিলনায়তনে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিনের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত ও নাতে রাসূল (🙂 পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠিত সভায় ইসলামের ত্রাণকর্তা হযরত আবু বকর ছিদ্দিক (:)’র জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা কাজী আ ন ম মনজুর হায়দার সিদ্দিকী, অধ্যাপক মনজুরুল কাদের, মাওলানা ফরিদুল হক চৌধুরী, মাওলানা আবু তাহের ফারুকী, অধ্যাপিকা আসমা তৈয়বা, মাওলানা আবদুন নুর, রুহুল কাদের চৌধুরী, আবু হেনা মুহাম্মদ সৈয়দ নূর, পেয়ার মোহাম্মদ, ছালেহা বেগম, মাওলানা রাশেদুল ইসলাম চৌধুরী, মাওলানা মুহাম্মদ মাসউদ, মাওলানা মিসবাহ উদ্দিন, মাওলানা সৈয়দুল করিম তাহেরী, মাওলানা কামাল উদ্দিন, আবদুর রহিম, সৈয়দ ফোরকান উদ্দিন, নূর সোলাইমান, মনিরুল আমিন, জামাল উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, প্রিয় নবীর (🙂 তিরোধানের পর ইসলামের সংকটকালে হযরত আবুবকর ছিদ্দিকের (🙂 অবদান ছিল অপরিসীম। তিনি বাধার সকল প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে ইসলামের জয়যাত্রা সুনিশ্চিত করতে সফল হন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাগুরায় ৭ হাত-পা নিয়ে জোড়া লাগা দুই শিশুর জন্ম
পরবর্তী নিবন্ধপটিয়ায় মোহাম্মদ নগর অনির্বাণ ক্লাবের বার্ষিক সাধারণ সভা