বুড়িশ্চর জিয়াউল উলুম মসজিদে লাইলাতুল কদর পালিত

| সোমবার , ৮ এপ্রিল, ২০২৪ at ১০:১৮ পূর্বাহ্ণ

হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম জামে মসজিদে মুসল্লিদের উপস্থিতিতে নামাজদোয়া, জিকিরআযকার,সালাতসালাম ও মোনাজাতের মাধ্যমে লাইলাতুল কদর পালিত হয়েছে। ইমাম মাওলানা মোহাম্মদ ইসমাইলের সদারতে, হাফেজ মুহাম্মদ জিল্লুর রহমান কুতুবীর সঞ্চালনায় রাতব্যাপী আয়োজনে প্রধান অতিথি ছিলেন খতিব অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন। মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, মহান আল্লাহ তার বান্দাদের পরিত্রাণ দেওয়ার জন্য লায়লাতুল কদর দান করেন। তাই নিজের গুনাহের জন্য তার নিকট আত্মসমর্পণ করে অনুশোচনার মাধ্যমে ভবিষ্যতে গুনাহের কাজ পরিহার করে চলার অঙ্গীকার ব্যক্ত করা প্রত্যেকের উচিত। তাতেই বান্দার প্রতি মহান আল্লাহ বেশী বেশী দয়া করে থাকেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ ইউসুফ, সাইফুদ্দিন সওদাগর, মোহাম্মদ রফিক কোম্পানি, বেলাল উদ্দিন বিজয়, মোহাম্মদ ইলিয়াছ সাওদগর, মোহাম্মদ সরওয়ার উদ্দিন, সৈয়দ মোহাম্মদ মিজানুর রহমান, শামসুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ সৈনিক ছিলেন প্রেমাশীষ মুৎসুর্দ্দী
পরবর্তী নিবন্ধআজাদীর সাবেক কম্পিউটার অপারেটর বিপ্লব দত্তের পরলোকগমন