বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার গভর্নিং বডির সহ–সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কালাম বলেছেন, মাদরাসা শিক্ষা প্রাচীনতম শিক্ষা ব্যবস্থা। যুগে যুগে এই শিক্ষাধারায় আদর্শ মানব সম্পদ সৃষ্টি হয়েছে। মাদরাসা শিক্ষার মৌলিক স্বকীয়তা বজায় রেখে যুগোপযোগী করার জন্য সরকার আন্তরিকতার সাথে কাজ করছেন। তিনি গত ৮ অক্টোবর হাটহাজারী বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসায় আলিম–একাদশ শ্রেণির সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্র প্রতিনিধি মুহাম্মদ তানভীর কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা নূরুল আমিন, মাওলানা হাশেমুর রশিদ, মাওলানা মাহবুবুল আলম। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ নূরুল আমিন, সহকারী অধ্যাপক কাজী আ ন ম মনজুর হায়দার সিদ্দিকী,আরবি প্রভাষক আবু তাহের ফারুকী,অধ্যাপক মুহাম্মদ মনজুরুল কাদের, সাইদুল ইসলাম পাটোয়ারী, শওকাতুল ইসলাম, মুহাম্মদ মাসউদ, তোফাজ্জল হোসেন, নাছির উদ্দিন, আবু হেনা মুহাম্মদ সৈয়দ নূর, শিক্ষক রুহুল কাদের চৌধুরী প্রমুখ। শেষে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।