বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসায় শিক্ষক দিবস পালিত

| শনিবার , ৭ অক্টোবর, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, শিক্ষকরা জাতির অতিব সম্মানিত শ্রেণি। তাদের সামাজিক মর্যাদা বাড়াতে পারলেই এই পেশায় মেধাবীরা আসতে আগ্রহী হবে। তাই তাদের জন্য স্বতন্ত্র মানসম্মত বেতনকাঠামোসহ সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।

গত ৫ অক্টোবর বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসায় আয়োজিত শিক্ষকশিক্ষার্থীদের সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ নূরুল আমিন, সহকারী অধ্যাপক আল্লামা কাজী আ ন ম মনজুর হায়দার সিদ্দিকী, সহকারী অধ্যাপক শেখ ফয়জুল্লাহ আহমদ ও ছাত্রনেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ মঞ্জুরুল কাদের, সিনিয়র শিক্ষক তোফাজ্জল হোসেন, সিনিয়র শিক্ষক আবু হেনা মোহাম্মদ সৈয়দ নূর, সিনিয়র শিক্ষক পেয়ার মোহাম্মদ, মাওলানা হাফেজ মুহাম্মদ আবদুন নূর, মাসুদ পারভেজ, মিসেস ছালেহা বেগম, মিসেস সানজিন মাহামুদ, মাওলানা মুহাম্মদ আমির উদ্দিন,ক্বারী ফরিদুল হক, কামাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআ.লীগ নেতা নুরুল হক চৌধুরীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধনিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে সেমিনার