হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসায় ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী সৈয়দ মোহাম্মদ আজিজুল হক আলকাদেরী ইমাম শেরে বাংলা (রা.) এর ৫৭ তম ওরশ উপলক্ষে গতকাল সোমবার মাদ্রাসা মিলনায়তনে শানে ইমাম শেরে বাংলা মাহফিল অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক শেখ মোহাম্মদ ইউসুফ। মোহাম্মদ সাইফুল ইসলামের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোহাম্মদ ইমরান হোসাইনের নাতে রাসুল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনায় মাহফিলে ইমাম শেরে বাংলা (রা.) এর জীবন ও কর্মের উপর বক্তব্য দেন, আল্লামা কাজী আনম মনজুর হায়দার সিদ্দিকী, আল্লামা শওকতুল ইসলাম।