বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসায় শানে গরিবে নেওয়াজ মাহফিল

| বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১০:৩২ পূর্বাহ্ণ

হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসায় খাজা গরিবে নেওয়াজ মইনুদ্দিন চিশতী আজমিরী রহমাতুল্লাহি আলাইহির ওফাত বার্ষিকী স্মরণে গত ৭ জানুয়ারি মাদ্রাসা মিলনায়তনে শানে গরীব নেওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য শেখ মোহাম্মদ ইউসুফ। আলোচনায় করেন আল্লামা কাজী আ ন ম মঞ্জুর হায়দার সিদ্দিকী, অধ্যাপক ইলিয়াস মোহাম্মদ শোয়াইব, আল্লামা মোহাম্মদ শওকাতুল ইসলাম। উপস্থিত ছিলেন অধ্যাপক শেখ ফয়জুল্লাহ আহমদ, অধ্যাপক মোহাম্মদ মনজুরুল কাদের, মুহাম্মদ আবু তাহের ফারুকী, মুহাম্মদ সাইদুল ইসলাম পাটোয়ারী, অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, আরিফুল মোস্তফা, রুহুল কাদের চৌধুরী, আবু হেনা মুহাম্মাদ সৈয়দ নুর, মুহাম্মদ মাসউদ, সৈয়দুল করিম তাহেরী, মো. কামাল উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, ভারতবর্ষে ইসলাম প্রচারে খাজা গরীব নেওয়াজ মাইনুদ্দিন চিশতী রহমতুল্লাহি আলাইহির অবদান ছিল অবিস্মরণীয়। বক্তারা দৈনন্দিন জীবনে তার আদর্শ অনুসরণ করার জন্য মুসলিম উম্মার প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরলে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনার
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে গাড়ি ও ৫৪০ লিটার চোরাই ডিজেলসহ যুবক গ্রেপ্তার