বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার এবতেদায়ী ও দাখিল পর্যায়ের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও সবকদান অনুষ্ঠান গত ১ জানুয়ারি মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক নাছির উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, আল্লামা কাজী আ ন ম মনজুর হায়দার সিদ্দিকী, শেখ ফয়েজুল্লাহ আহমদ, ইলিয়াস মোহাম্মদ শোয়াইব, মনজুরুল কাদের ও আল্লামা আবু তাহের ফারুকী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক মওলানা সাইদুল ইসলাম পাটোয়ারী, প্রভাষক মওলানা শওকাতুল ইসলাম, প্রভাষক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক আরিফুল মোস্তফা, সহকারী মৌলভী হাফেজ আবদুন নূর, সিনিয়র শিক্ষক তোফাজ্জল হোসেন, সিনিয়র শিক্ষক আবু হেনা মুহাম্মদ সৈয়দ নূর, সিনিয়র সহকারী শিক্ষক মাসুদ পারভেজ, সহকারী মৌলভী রাশেদুল ইসলাম চৌধুরী, সহকারী মৌলভী মুহাম্মদ মাসউদ, সহকারী মৌলভী মোহাম্মদ মিসবাহ উদ্দিন, সহকারী মৌলভী মিজানুর রহমান, আবু তাহের নূরী, মাওলানা কামাল উদ্দীন প্রমুখ। শেষে দেশের সুখ–শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করে আখেরী মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।