বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল (এমএ) মাদরাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রোববার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন। সিনিয়র শিক্ষক এম নাছির উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মাদরাসা এডহক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও আলহাজ্ব শেখ মোহাম্মদ মিয়া সাওদাগর স্মৃতি ফাউন্ডেশনের পরিচালক শেখ মুহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপপরিচালক শেখ মোহাম্মদ ইব্রাহিম। মোহাম্মদ জয়নাল আবেদীনের কোরআন তেলাওয়াত ও মোহাম্মদ আবু তৈয়বের নাতে রাসুল (সা.) পরিবেশনার পর সভায় বক্তব্য রাখেন পরীক্ষা কমিটির আহ্বায়ক মাওলানা কাজী আ ন ম মনজুর হায়দার সিদ্দিকী, অধ্যাপক ইলিয়াস মুহাম্মদ শোয়াইব, রুহুল কাদের চৌধুরী ও মোরশেদা বেগম।
উপস্থিত ছিলেন অধ্যাপক শেখ ফয়েজ উল্লাহ আহমদ, সহকারী অধ্যাপক মনজুরুল কাদের, আরবি প্রভাষক মাওলানা ফরিদুল হক চৌধুরী, মাওলানা আবু তাহের ফারুকী, মাওলানা সাঈদুল ইসলাম পাটোয়ারী, মাওলানা শওকতুল ইসলাম ও মাওলানা আরিফুল মোস্তফা, আইআইটি প্রভাষক মোহাম্মদ আনোয়ার হোসেন, শিক্ষক মাওলানা আবদুন নূর, আরবি শিক্ষক মাওলানা রাশেদুল ইসলাম চৌধুরী, সিনিয়র শিক্ষক তোফাজ্জল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।