বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার সবকদান

| বৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৪২ পূর্বাহ্ণ

হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার কামিল ১ম পর্বের সবকদান অনুষ্ঠান গতকাল বুধবার মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মুহাম্মদ তানভীর কুতুবীর সঞ্চালনায় অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সবকদান অনুষ্ঠানে কামিল ১ম পর্বের নবীন শিক্ষার্থীদের সবকদান করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা হাফেজ মোহাম্মদ সোলায়মান আনসারী। হাফেজ মুহাম্মদ জমিরউদ্দিনের কোরআন তেলাওয়াত ও মোহাম্মদ নেসার উদ্দিনের নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনের পর শিক্ষার্থীদের উদ্দেশে নাসীহা পেশ করেন আল্লামা কাজী আ ন ম মনজুর হায়দার সিদ্দিকী। উপস্থিত ছিলেন অধ্যাপক শেখ ফয়জুল্লাহ আহমদ, অধ্যাপক ইলিয়াছ মোহাম্মদ শোয়াইব, ফরিদুল হক চৌধুরী, মুহাম্মদ আবু তাহের ফারুকী, সাঈদুল ইসলাম পাটোয়ারী, শওকতুল ইসলাম, অধ্যাপক আনোয়ার হোসেন, হাফেজ মুহাম্মদ আবদুন নূর, মোহাম্মদ নাছির উদ্দিন, রুহুল কাদের চৌধুরী, মুহাম্মদ মাসউদ প্রমুখ। শেষে মিলাদকেয়ামান্তে শিক্ষার্থীদের জ্ঞান জগতের সমৃদ্ধি ও বরকত কামনা করে মোনাজাত পরিচালনা করেন আল্লামা হাফেজ মুহাম্মদ সোলাযমান আনসারী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন নুর
পরবর্তী নিবন্ধজশনে জুলুস উপলক্ষে সাজানো হচ্ছে পটিয়া